garmentsERP Story 1
আমার সাথে দেশের একজন নামকরা গার্মেন্টস মালিকের কথা হচ্ছিল। তো তখন তিনি ওনার গার্মেন্টসের production প্ল্যানিং এবং washing প্ল্যানিং এর Software বানানোর কাজ করার কথা বললেন। আমরাও কাজ শুরু করলাম। কাজের শুরুতে লক্ষ্য করলাম প্ল্যানিং করতে গেলে আমাদের Order লাগবে। ওকে Order করলাম, Order করতে গিয়ে দেখলাম শুধু Order করলে হবেনা আরও অনেক কিছু লাগবে তখন আমরা Merchandising module এর কাজ শুরু করলাম। Merchandising module এ কাজ করতে গিয়ে আমার কাছে ২ টা Object অনেক interesting মনে হয়েছে আর তা হল product recipe এবং TNA এ কাজ করার জন্য আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি এবং তাদের পরামর্শ নিয়েছি। Merchandising module এর কাজ শেষ করার পর প্লানিং করা যাচ্ছে কিন্তু প্লানিং এর compliance করা যাচ্ছে না। মানে যে প্ল্যানিং করেছি তা কতটুকু বাস্তবায়িত হয়েছে তা কিন্তু জানা যাচ্ছে না। তখন আমরা ভাবলাম এভাবে হবে না। আমরা ঠিক করলাম যে আমরা গার্মেন্টস এর পুরো process automation করার জন্য garments ERP বানাবো। যার নাম ঠিক করেছি graphRMG এবং যার থিম ঠিক করেছি garments operating system । Merchandising module এর পর আমরা Commercial module নিয়ে কাজ শুরু করি । Commercial module এ আমরা Commercial Operation, Commercial import, Commercial export এর কাজ শেষ করি। Commercial module শেষ করার পর আমরা Planning module শেষ করি। Planning module এ আমরা stitching planning, printing planning, embroidery planning এবং washing planning শেষ করি। Planning module শেষ করার পর আমরা production module নিয়ে কাজ শুরু করি। production module এ আমরা Industrial Engineering -> Cutting থেকে শুরু করে printing -> embroidery -> sewing -> washing plant -> iron -> poly -> warehouse and shipment এর কাজ শেষ করি । এখন আমরা process optimization এর কাজ করছি । পরবর্তীতে Process Optimization নিয়ে আরও বিস্তারিত লিখবো ইনশাআল্লাহ্
চলবে ...............।