images
Mizanur Rahman

Founder & CEO
graph-ai

graphTrade Story 1

মিঃ ফাহিম সাহেব এলিফ্যান্ট রোডের বড় IT ব্যবসায়ী। বছরে তার কোটি কোটি টাকা টার্ন ওভার। বিভিন্ন ধরনের IT ইকুইপমেন্ট কিনতে হয় এবং বিক্রি করতে হয়, ইকুইপমেন্ট Store এর জন্য তার ওয়্যারহাউজ ম্যানেজ করতে হয়। এক্ষেত্রে তার অনেক বড় কর্মযজ্ঞ ম্যানেজ করতে হয়। সকল কর্মকাণ্ড ম্যানুয়ালি ম্যানেজ করতে করতে ফাহিম সাহেব ক্লান্ত। কি মাল ক্রয় করছেন এবং কি মাল বিক্রয় করতেছেন তা কাগজপত্রে হিসাব রাখতে হয় যাতে করে অনেক সময় সঠিক হিসাব রাখা কষ্টকর হয়ে যায়। এছাড়াও অফিসের পণ্যের হিসাব নিকাসে অস্বচ্ছলতা লক্ষ্য করেন এবং তিনি যথেষ্ট বিরক্ত হন। একটা সময় তিনি লক্ষ্য করলেন তার ওয়্যারহাউজে কি পরিমাণ পণ্য আছে তা তিনি জানেন না কিংবা সেই পণ্যের মূল্য কত তাও তিনি জানেনা এবং মাঝে মাঝে ওয়্যারহাউজের পণ্য সংখ্যায় বড় ধরনের অসঙ্গতি লক্ষ্য করেন । সর্বোপরি সকল বিষয়ে আমার সাথে কথা বলেন। আমি যথারীতি ফাহিম সাহেবকে আমাদের graphTrade সফটওয়্যার ব্যাবহার করার জন্য উৎসাহ দিলাম এবং তিনি তা সাদরে গ্রহণ করলেন। ফাহিম সাহেবের অফিসে আমাদের graphTrade সফটওয়্যার ব্যাবহার শুরু হলো যেখানে খুব স্মার্টলি Purchase, Stock, Sales ম্যানেজ হচ্ছে পণ্যের Payment এর হিসাব কিংবা Due Payment এবং পণ্য Return এর তথ্য সঠিকভাবে ম্যানেজ করা যাচ্ছে। এছাড়াও লাভ লসের হিসাবও ম্যানেজ করা যাচ্ছে । ওয়্যারহাউজে পণ্য সংখ্যা হিসাব করতে গিয়ে আমরা লক্ষ্য করলাম একি টাইপের একাধিক পণ্য ক্রয় ও বিক্রয় হয় কিন্তু সেটাকে সঠিকভাবে ট্র্যাক করা যাচ্ছে না তখন আমরা আমাদের সফটওয়্যার সিস্টেমে সিরিয়াল নম্বর সিস্টেম Introduce করলাম এবং প্রতিটা পণ্যের সিরিয়াল নম্বর সংযুক্ত করলাম এতে করে প্রতিটা পণ্যকে আলাদাভাবে ট্র্যাক করা হল এবং বিজনেস এ একটা স্বচ্ছতা আসলো। এভাবে ফাহিম সাহেবের ব্যবসায়িক প্যারা কমানোর দায়িত্ব নিয়ে graphTrade এগিয়ে চলছে। আপনার ব্যবসায়িক প্যারা graphTrade এর উপর ছেড়ে, আপনিও happy থাকতে পারেন। আমরা আছি আপনার সাথে।ফাহিম সাহেবের চরিত্র কাল্পনিক। চলবে ...............