images
Mizanur Rahman

Founder & CEO
graph-ai

graphTrade Story 2

মিঃ মনির বড় ব্যবসায়ী। তিনি কুমিল্লা শহরে তীর কোম্পানীর Distributor, এছাড়াও তিনি লবণ তৈরীর জন্য factory করছেন, রাশিয়া থেকে Sunflower Oil আমদানি করার উদ্যোগ নিয়েছেন। ব্যবসা ভালো চলছে। ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজারসহ অন্যেরা কাজ করছেন। বছর শেষে দেখা গেল ব্যবসায় ৭ লক্ষ টাকা উধাও। তিনি ঐ বছর (২০২০) ব্যবসায় লস করলেন। ম্যানেজারের চাকুরী গেল, ব্যবসায় আস্থা নষ্ট হলো, অতিরিক্ত প্যারা নিতে গিয়ে তিনি অসুস্থ হলেন সর্বোপরি তিনি হতাশ হলেন। আমার সাথে যোগাযোগ করলেন এবং বিষয়টি শেয়ার করলেন। আমি তাকে আমাদের graphTrade Software ব্যবহার করার জন্য প্রস্তাব দিলাম এবং তিনি রাজী হলেন। তাকে বললাম আপনি বছরে ৬০ হাজার টাকা খরচ করেন আপনার ব্যবসা স্বচ্ছ হয়ে যাবে। আমরা কুমিল্লা Visit করলাম, Software Setup করলাম, কুমিল্লা শহরের বিখ্যাত মাতৃভান্ডারের রস মালাই লাইনে দাড়িয়ে কিনলাম এবং তিনি Software ব্যবহার করা শুরু করলেন। তিনি তার Purchase Document এবং তথ্য Entry করলেন এবং Good Receive Challan Entry করলেন তাতে Store Update হলো । তিনি Sales Order / Sales Invoice Generate করলেন এবং সকালে মালের পিকআপের সাথে Invoice Summary List দিয়ে দিলেন এবং উনার Store Update হলো পাশাপাশি Profit - Loss দেখতে পেলেন। তিনি Problem ফেস করলেন যে, কোন কোন Customer থেকে বেশী মাল Return আসে , কোন কোন Customer এর Due বাকী আছে তা জানা যাচ্ছে না - আমরা দ্রুত তার সমাধান দিলাম। মনির ভাই এখন খুবই স্বাভাবিক ভাবে ব্যবসা পরিচালনা করছেন এবং তিনি আনন্দিত।
মনির সাহেবের চরিত্র কাল্পনিক।
চলবে ...............।