images
Mizanur Rahman

Founder & CEO
graph-ai

graphTrade Story 3

Business Case : First Food Chain Shop আমাদের দেশের First Food Chain Shop গুলোতে তাদের Business Workflow Manage করার জন্য তারা সাধারণত POS Software ব্যবহার করেন। POS Software এ প্রতিদিনের Transaction এর তথ্য দিন শেষে Update করতে হয় কিংবা Transactionএর তথ্য Download করে তা আবার Upload করতে হয়। এছাড়াও এ System Off Line এ চলে। Online ভিত্তিক না হওয়ার কারণে তা specific PC তে Software Install করতে হয়, যার ফলে Business Function Remotely দেখা কিংবা পরিচালনা করা অথবা নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয় না। এছাড়াও একাউন্টিং সিস্টেম Integrate করা না থাকার কারণে Back Office / Head Office এ আলাদাভাবে একাউন্টিং Manage করতে হয়। যার ফলে প্রায়শ ১/২ মাসের একাউন্টিং সিস্টেম পিছনে থাকে। এছাড়াও Branch Office / Sales Office গুলো তাদের দৈনিন্দন খরচের একাউন্টিং এন্ট্রি করতে পারে না। যা তাদেরকে Head Office এ পাঠাতে হয়। সব মিলে Head Office এ কাজের অনেক চাপে থাকে। এরকম নানাবিধ জটিলতা নিয়ে First Food Chain Shop গুলোর Automation এর কাজ চলমান।এই সব বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আমরা আমাদের graphTrade Software কে First Food Chain Shop গুলোর Automation প্রক্রিয়াকে আরও interactive করার কাজ করে যাচ্ছি ।আরও অনেক কিছু পাবেন ।
চলবে ...............।