images
Mizanur Rahman

Founder & CEO
graph-ai

KRA & KPI Story 13

Warren Buffett & KPI
আমরা সকলেই Warren Buffett কে জানি। Investment এর গুরু বলা হয় তাকে। তিনি সারা দুনিয়াতে ১০০০ এর ও বেশী কোম্পানীতে Investment করেছেন এবং তাকে প্রায় সকল কোম্পানীর বোর্ডে রাখা হয়েছে। কিন্তু তার পক্ষেতো সারা দুনিয়াতে অবস্থিত প্রায় ১০০০ বা তারও বেশী কোম্পানীর EC মিটিং বা AGM এ অংশগ্রহণ করা সম্ভব না। কিংবা কোম্পানী গুলোতে ঘণ্টার পর ঘণ্টা Meeting করা, টেলিফোনে কথা বলা বা ই-মেইল করা সম্ভব না। তাই তিনি যা করেন তা হল বছরের শুরুতে তিনি প্রতিটি কোম্পানীর CEO / MD কে একটি চিঠি লিখেন এবং চিঠিতে তিনি কোম্পানীর Goal Set করে দেন তা অর্জনের জন্য KRA & KPI নির্ধারণ করে দেন। বছর শেষে সংশ্লিষ্ট কোম্পানী গুলো তাদের অর্জিত Goal এবং KPI এর আছিএভেমেন্ত গুলো Statement আকারে Warren Buffett কে প্রেরণ করেন। Warren Buffett এর Investment করা কোম্পানী গুলো ভালো ফলাফল করার এইটাও একটা গোপন রহস্য। মূলত KPI গুলোই Warren Buffett কে সারা দুনিয়াতে ছড়িয়ে থাকা তার বিনিয়োগকৃত কোম্পানী গুলোকে ভালো ফলাফল অর্জনে অন্যতম সহযোগীতা করে থাকে । আমাদের দেশেও অনেক গ্রুপ কোম্পানী আছে, যাদের Sister Concern Company ৫, ১০, ১৫ , ২০,২৫ কিংবা তারও বেশী। আমাদের দেশে কোম্পানী গুলোতে Meeting এর পর Meeting করতে হয়। এমন ও হয় যে ১২ ঘণ্টা ধরে Meeting চলছে তো চলছে । শত শত ই-মেইল আদান প্রদান করতে হয়। অথচ আমরা যদি Meeting এর সংখ্যা ও সময় কমিয়ে, ই-মেইল এর সংখ্যা কমিয়ে, Organizational Goal এবং Organizational KPI তৈরী করে সেই মোতাবেক Work Force নিয়ে কাজ করি তবে আমাদের দেশের কোম্পানী গুলোও Warren Buffett এর কোম্পানী গুলোর মত লাভজনক কোম্পানীতে পরিণত হবে বলে আমরা মনে করি । এতে করে আমরা একটা উন্নত কালচারের ভিতর দিয়ে উন্নতির শিখরে পৌছাবো বলে আশা করি।
চলবে ...............।