images
Mizanur Rahman

Founder & CEO
graph-ai

KRA & KPI Story 2

KRA এবং KPI এর গল্প - ২ এ করিম সাহেবের 2nd KPI তে আপেল নিয়ে আলোচনা করার কারণে অনেকেই বলেছেন আপেল সামান্য ফল, এই আপেল নিয়ে আলোচনা না করে অন্য বিষয় নিয়েও তো আলোচনা করা যেত। বস্তুত পক্ষে আপেল কোন সামান্য ফল না। চারটি আপেল দুনিয়ায় বিখ্যাত। ১নং আপেল (মতবেদ আছে) হযরত আদম (আঃ) খেয়েছিলেন বলে আমাদের দুনিয়াতে আসতে হয়েছে, না হলে তো আমরা জান্নাতে থেকে যেতাম। ২য় আপেল হলো নিউটনের আপেল - এই আপেল নিউটনের মাথায় না পড়লে, এই মহাকর্ষ এবং অভিকর্ষ নিয়ে পড়ে মাথা নষ্ট করতে হত না।৩য় আপেল হলো স্টিভ জবসের কামড়ানো অ্যাপল - আইফোন, আইপেড এই সব যন্ত্রণা তো ঐ আপেলের জন্যই । আর ৪র্থ আপেল হলো করিম সাহেবের আপেল যা তার Performance উন্নীত হওয়া বা না হওয়ার কারণ। এরপরও কি আপনি বলবেন আপেল সামান্য ফল। চলবে ...............