images
Mizanur Rahman

Founder & CEO
graph-ai

graphTrade Story 2

দেশের শীর্ষ Garments কোম্পানীর স্বনামধন্য এক মালিকের সাথে আলাপ আলোচনায় জানতে পারলাম যে , বাংলাদেশের Grarments Industry তে Washing এর Planning সফটওয়্যার নাই । তাই ঠিক করলাম আমরা একটা Washing এর Planning সফটওয়্যার বানাবো। আমাদের দেশে Garments Industry এর Production Planning এর জন্য Tool হিসেবে Fast React বেশী পরিচিত। দেশের শীর্ষ স্থানীয় / বড় বড় Garments কোম্পানীগুলো এটি ব্যবহার করে এবং আমার জানামতে তারা বেশ ভালভাবেই তাদের Production Planning ম্যানেজ করেন। কিন্তু এই Tool দিয়ে শুধু Stitching Planning করা যায় অনেক ক্ষেত্রে হয়তো Embroidery কিংবা Printing Planning ও করা যায় কিন্তু সম্ভবত Washing Planning করা যায় না। আমরা সেই সমস্যা সমাধানে এগিয়ে আসছি। আমরা চার বছর ধরে Garments এর Production Planning Software বানানোর চেষ্টা করছি যেখানে Stitching Planning, Embroidery Planning, Printing Planning এর কাজ করছি। Specially Washing এর প্লানিং নিয়ে কাজ করছি এবং পাশাপাশি Chemical এর Planning এর কাজও করছি। Washing এ Process Wise Plan করা যায়। Plan এর Against এ কি পরিমাণ Chemical লাগবে তাও Forecast করা যায় পাশাপাশি Washing Plant এর Production module কে ও Integrate করা হয়েছে যাতে করে Plan VS Achievement Compliance করা যায়। আশা করছি এই Solution আমাদের দেশের Garments Industry এর Washing এর Process Planning এ গুরুত্বপূর্ণ আবদান রাখবে।
চলবে ...............।